Wednesday 15 February 2017

ভালোবাসার করিডোর পেরিয়ে এসেছি অনেকটা পথ এবার সংরক্ষণের মুহূর্ত।



ভালোবাসার করিডোর পেরিয়ে এসেছি অনেকটা পথ এবার সংরক্ষণের মুহূর্ত। বাসে ,ট্রেনে, পথে যেখানে তোমায় পেয়েছি অনুভবে না আনলেও চোখের স্মৃতিতে তুমি থেকেছ সব সময় হ্যাঁ তুমি তোমাকে বলছি হ্যাঁ তোমাকে (ভালোবাসা)রাস্তায় হেঁটেছি অনেকটা পথ সম্মুখে তোমায় রেখে আর অবলীলায় তোমায় হাতছানি দিয়ে ডেকেছি আমায় সঙ্গে নেবার, কতোটা সময় যে পেরিয়ে গেলো বুঝতে ই পারিনি.. সত্যি সময় ও ভালোবাসা কোনটা ই অপেক্ষা করেনা কারো জন্য এরা অনেক বেশি নিষ্ঠুর ,ভালোবাসা নাকি একবার ই আসে জীবনে তাই বুঝি ! আমার কিন্তু তা বিশ্বাস হয়না ,ভালোবাসা হয় হৃদয়ে হৃদয়ে আর হৃদয় বূঝি অপেক্ষায়ই থাকে ভালোবাসার পূজোর ফূল কুঁড়াতে একসাথে আহসান মঞ্জিলের করিডোর পেরিয়ে হাত ধরে হাঁটা কিন্তু আমার কাছে ভালোবাসা , যখন হেঁটে চলি তখন কোন পথে হাঁটছি গাড়ি এসে মেরে দিলো কীনা, এসব নজর রাখাও কিন্তু ভালোবাসা , এলোমেলো চূল গুলিকে কপাল থেকে সরিয়ে গুছিয়ে দেওয়া ও আমার কাছে ভালোবাসা। জানিনা ভালোবাসা আর কিসে হয় হয়তো আরও অনেক কিছুর সাথেই মিশে আছে ভালোবাসা কেবল হৃদয়ের অন্তঃস্থল থেকে বোঝার বিষয় ...

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...