Thursday 16 February 2017

ছোটো বেলা থেকেই আমার দুটি চোখ দান কোরে যেতে চেয়েছি



ছোটো বেলা থেকেই আমার দুটি চোখ দান কোরে যেতে চেয়েছি কিন্তু শেষ পর্যন্ত দেহটাই দান করলাম ঢাকা মেডিকেলে, হয়তো আমি থাকবো না কিন্তু আমার চোখ দুটি দিয়ে কেও পৃথিবীর আলো দেখবে এটা যে ভাবতেও আমার জীবন সার্থক মনে হয় , জানি কিছুই রইলো না পৃথিবীকে দিয়ে যাবার মতো, তারপরও এই টুকু যদি দিতে পারি ...পৃথিবীতে যতো সৌন্দর্য আমি দেখিনি বিধাতা আমার ভাগ্যে লিখেন নি তার সবটুকু সৌন্দর্য যেন সেই মানুষটি দেখতে পায়... যার কপোলে আমার দুটি চোখ টগবগীয়ে থাকবে সারাক্ষণ । জানিনা এটি ভালোবাসা কিনা?

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...