Thursday 16 February 2017

সম্পর্ক গুলোর সব থেকে কমন যে সমস্যা হয় সেটা হল - সে আমার প্রতি আগের মত মনোযোগী না



সম্পর্ক গুলোর সব থেকে কমন যে সমস্যা হয় সেটা হল - সে আমার প্রতি আগের মত মনোযোগী না...
সে আমার কথা মন দিয়ে শোনে না... আগের মত কেয়ার করে না... ব্লা ব্লা ব্লা...
এই ব্যাপার কেন ঘটে ?
আপনি তার কথা শুনছেন ঠিকই কিন্তু মন দিয়ে শুনছেন না...
মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ইনঅ্যাটেনসনাল ব্লাইন্ডনেস’ (আইবি)
........কোন একটি উপন্যাস পড়ার পর যদি সেটা দ্বিতীয় বার পড়েন তাহলে দেখবেন প্রথমবার অনেক কিছুই বাদ পড়ে গিয়েছিল...
যেগুলো সেকেন্ড টাইম পড়ার সময় আপনি টের পাচ্ছেন !!
......সাধারণত যে অংশ গুলো আপনার পছন্দ না আপনার অবচেতন মন নিজ থেকেই সেই অংশ এড়িয়ে চলে...যে মানুষটির সাথে আপনি কথা বলছেন তাকে আপনার পছন্দ এবং অপছন্দের ব্যাপার গুলো জানিয়ে দিন...
মনে করুন... আপনি সারা দিন বই পড়েন এবং অবসরে মোভি দেখেন... আপনার প্রেমিকা সারাদিন সাজুগুজু করে এবং অবসরে আয়নার সামনে দাড়িয়ে লিপিস্টিক মুছে !
এখন আপনারা কথা বলতে গেলে তো ঝামেলা লাগবেই... আপনি তাকে বলবেন ' বিবর্তবাদের' কথা... সে বলবে লিপিস্টিকের কথা... আপনি বলবেন - বিবর্তনের মাধ্যমে আমরা হাসতে শিখেছি মাত্র দশ হাজার বছর আগে...
সে বলবে ইসসসসস !! তোমাকে তো বলাই হয় নি... আজকে একটা নতুন নেলপালিশ কিনছি... আল্লাহ ! যা সুন্দর !!
......আপনি শুনবেন না তার কথা... সে শুনবে না আপনার কথা... হুট করে সম্পর্কে যাবার আগে এই ব্যাপার গুলো মাথায় রাখবেন...
তাহলে আগে কেন আমার কথা মন দিয়ে শুনত ?
কারণ সে তখন ফ্যান্টাসি স্টেইজে ছিল...
এক নেশাখোরকে আমি জিজ্ঞাসা করেছিলাম ফ্যান্টাসি কি জিনিস... সে আমাকে বলল সে প্রথমে অনেক কষ্টে একশ টাকা জোগাড় করে হিরু খায়। তারপর কিছুক্ষণ পর সে একটা জাহাজ কিনে ফেলে...
একটা বিএমডাবলিউ গাড়ি কিনে এলাকার কমিশনারকে ঐ গাড়ির ড্রাইভার হিসেবে রাখে...
......ঘণ্টা তিনেক পর তার নেশা কেটে যায়... তার একশ টাকা আর্জেন্ট দরকার... আবার খেতে হবে... তারপর আবার জাহাজটা তার !!
মনোবিজ্ঞানীরা বলছে বিভিন্ন ড্রাগ নিলে শরীরে যে ধরনের প্রতিক্রিয়া হয় সম্পর্কের শুরুর দিকেও মানুষের তাই হয়... প্রেমিক প্রেমিকারা তখন ফ্যান্টাসিতে থাকে...
একজন অন্যজনকে বলে মেঘের দেশে ঘর বানাবে , অন্যজন বলে - না মেঘের দেশে না.. মাঝ সমুদ্রে ঘর বানাব ! ইত্যাদি ইত্যাদি
কাজেই প্রথম দিকে কে কী বলছে... এইগুলা ধরে বসে থাকবেন না... তারা তখন অনেকটা নেশাগ্রস্ত ছিল... বাস্তববাদী হন...তাকে জানিয়ে দিন মেঘের দেশ না ... চন্দ্রের দেশ না...
আপনারা ঘর বানাবেন নিজ গ্রামে...বড়জোর ঢাকা শহর 

1 comment:

  1. এটা জুনায়েদ ইভানের লিখা

    ReplyDelete

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...