Wednesday 8 February 2017

কিছুদিন আগে একটা রিপোর্টে দেখলাম , যে মানুষটার সাথে আপনার বিয়ে হবে সে মানুষটির সাথে ইতিমধ্যেই আপনার কোথাও না কোথাও দেখা হয়ে গেছে.



কিছুদিন আগে একটা রিপোর্টে দেখলাম , যে মানুষটার সাথে আপনার বিয়ে হবে সে মানুষটির সাথে ইতিমধ্যেই আপনার কোথাও না কোথাও দেখা হয়ে গেছে...
এই সম্ভাবনা প্রায় ৬০ ভাগ !!
.....'সোলমেট' বলে আসলেই কী কিছু আছে ? যে মানুষটা বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সাথে থাকবে সে মানুষটা এখন কোথায় ?? এই শীতে কী করছে সে ?
সোয়েটার গায়ে দিয়ে চা খাচ্ছে ? টিভি দেখছে ? আচ্ছা টিভিতে সে কী দেখে ?
তার নাম কী হতে পারে ? তিন অক্ষরের কোন নাম ? সে দেখতে কেমন হবে ? শ্যামলা নাকি ? শ্যামলা মেয়ে গুলা বড় মায়া হয়...
....এই লিখাটি সে পড়বে এরকম কোন সম্ভাবনা কী আছে ? লিখাটি পড়ার পর তার ভেতরেও কী অন্য রকম এক বোধ জন্ম নিবে ? কে জানে ...
অনেক কিছু জানতে ইচ্ছে করে...
যেদিন তাকে খুঁজে পাব সেদিন কী বার হবে ? বৃহস্পতি না তো ? বৃহস্পতিবার রাতে আমি বালুচরে গানের আসর দেই...
.....সে শাল গায়ে পাশে বসলেই পুরো বালুচর বদলে যাবে এই ব্যাপারটা তাকে কোন স্যাটেলাইট নেটওয়ার্কে জানানো গেলে ভাল হত...
টেলিপ্যাথি উপায় কী জানানো সম্ভব? অটোসাজেশনের মাধ্যমে ??
......শুনেছি আকাশ পরিস্কার থাকলে টেলিস্কোপে শনি গ্রহ দেখা যায়। আমি ঠিক করেছি একটা টেলিস্কোপ কিনব।
এত দুরের শনি গ্রহ যদি দেখা যায় তাহলে তাকেও দেখা যাবার কথা...
সে কী শনি গ্রহ থেকেও দূরে? কত দূরে?
......এই রকম কোন ডিসেম্বরে তাকে নিয়ে একদিন পটুয়াখালী যাব। এই সময় পটুয়াখালীর অন্ধকার গ্রামে হাজার হাজার জোনাকি জ্বলে।
দূর থেকে দেখে মনে হবে নক্ষত্র সব নিচে নেমে আসছে... সে নিসচয়ই দু একটা নক্ষত্র ভেনিটি ব্যাগে রেখে দিবে...
পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্যের একটি হল - বৌদ্ধ পূর্ণিমার রাতে চন্দ্রনাথ পাহাড়ে ফ্লাক্স ভর্তি চা নিয়ে বসে থাকা... এই রাতে আকাশে শত শত ফানুশ উড়ে।
....দু একটা ফানুশ তার হাতের কাছ দিয়ে উড়ে গেলেই সে ভাজ করে ভেনিটি ব্যাগে রেখে দিবে...
....আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আপাতত সে সাথে না থাককেও কিন্তু তাকে সাথে রাখা যাবে।
প্রতিদিন কিছু একটা লিখুন। মহাকাব্য টাইপ কিছু লিখতে হবে না।
'আজ শরীর খারাপ... সন্ধা থেকে জ্বর। একশ এক' এই তথ্যটি তারিখ দিয়ে লিখে ফেলুন।এক সময় লিখতে লিখতে অদ্ভুদ এক ব্যাপার কাজ করবে।
.......আপনার মনে হবে আপনি তাকে সব কিছু জানিয়ে দিচ্ছেন। যে কথা গুলা কাউকে বলা হয় না এক সময় তাও বলা হচ্ছে...
একজন অচেনা মানুষের সাথে দিনের পর দিন অনেক কথা বলার পর মানুষটা যেভাবে পরিচিত হয়ে উঠে আপনার ভেতরেও সেইরকম একটা ব্যাপার ঘটা শুরু করবে।
মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ' "ইরোটোমেনিয়া"
একদিন সে যখন লিখা গুলা পড়বে ; বিশ্বাস করুন - যে সময় গুলোতে সে ছিল না সেই সময় গুলোতেও ফিরে আসবে। অনেকটা অটো সিডিউলের মত

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...