ইন্টারেস্টিং একটি ব্যপার আছে
"সতীত্ব" শব্দটি নিয়ে।
"সতীত্ব" শব্দটি এসেছে সতী+ঋত থেকে। সতী শব্দটি এসেছে সীতা থেকে। সীতাকে সতীত্বের পরীক্ষা দিতে হয়েছিল। তদানিন্তন বৈয়াকরণবিদরা সতীত্ব শব্দটি সীতা থেকেই আমদানি করেছে। অর্থাৎ সতীত্ব শব্দটি নারীদের জন্যই তৈরী। যেমন বিধবা শব্দটিও নারীদের জন্য তৈরী। "বিধবা পুরুষ"
ব্যপারটা যতটা হাস্যকর, পুরুষের সতীত্ব ব্যপারটাও ততটাই হাস্যকর।
:D আরেকটা মজার ব্যপার আছে। বাংলা ভাষাটা নারীকে অপমান করে যত শব্দ উৎপত্তি করেছে, ততটা আর কোন ভাষাই করেনি।
No comments:
Post a Comment