Wednesday 8 February 2017

চেয়ারম্যান আর চেয়ারপারসন



চেয়ারম্যান আর চেয়ারপারসন
একই যদি হয়
তারপরেতেও আলাদা আলাদা
কেমনে মানুষ কয়?
মহিলা হলে চেয়ারপারসন
পুরুষ চেয়ারম্যান
ডিকশনারী ঘাটতে গিয়ে
ভাঙল আমার ধ্যান
জিজ্ঞাস করতেই এক মহিলা
ইনিয়ে বিনিয়ে লো
চেয়ারম্যানেরম্যানহওয়াতে
চেয়ারপারসন হলো
ম্যানমানে তো পুরুষ মানুষ
নারী শব্দ নয়
এই কারণে নরীর বেলায়
চেয়ারপারসন হয়
এমন অনেক শব্দ আছে
কি আর বলবো ভাই
নারীর বেলায়পতিতাআছে
পুরুষের বেলায় নাই
এখন দেখি রাজনীতিতে
সবাই হলো নেতা
কোনটা পুরুষ কোনটা নারী
বুঝিয়ে দিবে কে তা?
বাংলা ভাষায় নেতা-নেত্রী
সংসদে কেউ কয় না
ইংরাজীতে এইটার নাকি
কোনই অর্থ হয় না
শব্দ নিয়ে চিন্তা করলে
মাথা হয়রে গরম
অনেক শব্দের জেন্ডার নাই
সমস্যাটা চরম

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...