চেয়ারম্যান আর চেয়ারপারসন
একই যদি হয়
তারপরেতেও আলাদা আলাদা
কেমনে মানুষ কয়?
মহিলা হলে চেয়ারপারসন
পুরুষ চেয়ারম্যান
ডিকশনারী ঘাটতে গিয়ে
ভাঙল আমার ধ্যান।
জিজ্ঞাস করতেই এক মহিলা
ইনিয়ে বিনিয়ে ক’লো
চেয়ারম্যানের ‘ম্যান’ হওয়াতে
চেয়ারপারসন হলো।
‘ম্যান’ মানে তো পুরুষ মানুষ
নারী শব্দ নয়
এই কারণে নরীর বেলায়
চেয়ারপারসন হয়।
এমন অনেক শব্দ আছে
কি আর বলবো ভাই
নারীর বেলায় ‘পতিতা’ আছে
পুরুষের বেলায় নাই।
এখন দেখি রাজনীতিতে
সবাই হলো নেতা
কোনটা পুরুষ কোনটা নারী
বুঝিয়ে দিবে কে তা?
বাংলা ভাষায় নেতা-নেত্রী
সংসদে কেউ কয় না
ইংরাজীতে এইটার নাকি
কোনই অর্থ হয় না।
শব্দ নিয়ে চিন্তা করলে
মাথা হয়রে গরম
অনেক শব্দের জেন্ডার নাই
সমস্যাটা চরম।
No comments:
Post a Comment