দুঃখ কষ্ট থাকবেই; দুঃখ নিয়ে দুঃখ করতে নেই। সৃষ্টিকর্তা নিজেও প্রায় সময় দুঃখ করেন। পৃথিবীর মানুষজন যখন অন্যায় কিছু করেন; তিনি নাখোশ হন। অসন্তুষ্ঠ হন। এবং দুঃখ করেন।
সৃষ্টিকর্তাও কী তাহলে দুঃখী ! ভাবতেই গা শিওরে উঠছে !
হযরত আলী (রাঃ) এর একটি কথা আমার খুব পছন্দের। ' সব দুঃখের মুল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ'
অর্থাৎ কারো সম্পত্তি হারিয়ে গেছে , কেউ কাউকে রেখে চলে গেছে অথবা কেউ সফল হতে পারেনি বলে যত দুঃখ তাদের মনে সেসব কেবল, এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। আর কিছুই না। যার দুঃখ যত বেশি বুঝতে হবে দুনিয়ার প্রতি তার আকর্ষণ তত বেশি।
অল্প কটা দিন আমরা বাঁচি। মরে গেলে জীবিত মানুষের সব দুঃখ আপেক্ষিক মনে হবে। ফালতু ইমোশন মনে হবে।
ইহাই সত্য ; বাকি সব মিথ্যা।
No comments:
Post a Comment