Wednesday 8 February 2017

ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস


ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস একটি মুদ্রার এক পিঠে "ভালোবাসা" আরেক পিঠে লেখা ঘৃণা প্রেমিক প্রেমিকার সামনে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে যাদের প্রেম যতো গভীর তাদের মুদ্রার ঘূর্ণন ততো বেশি এক সময় ঘূর্ণন থেমে যায় মুদ্রা ধপ করে পড়ে যায় তখন কারো কারোর ক্ষেত্রে দেখা যায় "ভালোবাসা" লেখা পিঠটা বের হয়েছে, কারো কারো ক্ষেত্রে ঘৃণা বের হয়েছে কাজেই এই মুদ্রাটি যেন সবসময় ঘুরতে থাকে সেই ব্যবস্থা করতে হবে ঘূর্ণন কখনো থামানো যাবে না

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...