Wednesday 8 February 2017

"যে মেয়েটা চোখমুখ শক্ত করে এখন বলছেঃ "সব ছেলেরাই এক রকম" ,



"যে মেয়েটা চোখমুখ শক্ত করে এখন বলছেঃ "সব ছেলেরাই এক রকম" , তাকে দোষ দিও না ... জেনে রাখো, একটা ছেলে তাকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙ্গে চলে গেছে ... একটা ছেলে তাক প্রতিনিয়ত
মিথ্যে বলে গেছে ... একটা ছেলে দক্ষ খেলোয়াড়ের মত তাকে নিয়ে খেলেছে, তারপর ফেলে রেখে চলে গেছে !! যে ছেলেটা কপাল কুচকে এখন বলছেঃ "শালার, মেয়ে মানুষ মানেই খারাপ" ,
তাকে ভুল বুঝো না ...
জেনে রাখো, একটা মেয়ে কোন এক বিকেলে তার হাতটা শক্ত করে ধরে অভিনয় করেছিলো ... একটা মেয়ে তার বুকের মাঝে জায়গা করে নিয়ে হুট করে জায়গাটা শূন্য করে দিয়ে চলে গেছে ... একটা মেয়ে তার অনেকগুলা দিনের বিশ্বাস চুরমার করে ভেঙ্গে দিয়ে গেছে !! তিন বার রাস্তা পার হতে গিয়ে তিনবারই যে ছেলেটা বাসের নিচে পড়তে গেছিলো, সে ফাঁকা রাস্তায়ও পার হতে ভয় পাবে ... ভরসা পাবে না !!
জীবনে দুইবার কাচের গ্লাস হাতে নিয়ে দুইবারই যে মেয়েটার হাত ফসকে গ্লাস ভেঙ্গেছে, সে আর কখনোই
নিজের হাত দুটোকে বিশ্বাস করতে পারবে না ... ভয় পাবে ... ভীষণ ভয় !!
সবাই এক না ... সব ছেলে এক না ... সব মেয়ে এক না ... সব মানুষ এক না ... কিন্ত ভেঙ্গে যাওয়ার ভয়টা একই ... বিশ্বাস ভেঙ্গে যাওয়ার ভয়, স্বপ্ন ভেঙ্গে যাওয়ার ভয় !!
"তবু রিস্ক নিয়েই দেখো না" - বলাটা খুব সহজ ... একবার যে ভেঙ্গেচুড়ে শেষ হয়ে গেছে, একবার যে অসম্ভব রকমের কষ্ট পেয়েছে, একবার যে স্বপ্ন ভাঙ্গার অনিঃশেষ যন্ত্রণা সহ্য করেছে, তার জীবনে "রিস্ক" বলে কোন শব্দ অবশিষ্ট থাকে না !! যে কোন খেলাতে রিস্ক নেয়া যায় ... নিজের জীবনটা নিয়ে রিস্ক নেয়া যায় না ... জীবনটা যে খেলা না ... হৃদয়টা যে খেলনা না !!"

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...