Wednesday, 8 February 2017

মাঝে মাঝে মনে হয় সকল জীবিত মানুষই মৃত;



- মাঝে মাঝে মনে হয় সকল জীবিত মানুষই মৃত; কেননা তারা জানে না তারা কোথা থেকে এসেছে এবং মৃত্যুর পর কোথায় যাবে...
একি সাথে সব মৃত মানুষই জীবিত। কেননা এই দুটি প্রশ্নের উত্তর তাদের জানা আছে
- এই গ্রহের বেশির ভাগ মানুষের জন্ম এবং মৃত্যু হয় হাসপাতালে।
হাসপাতাল অনেকটা ট্রেনের মত। একদল যাত্রী ট্রেনে করে যাচ্ছে জন্মের দিকে... তাদের পৌঁছে দিয়ে ট্রেন ফিরে আসছে আরেকদল যাত্রী নিয়ে। এরা মৃত্যু পথ যাত্রী
- সাফল্য ব্যার্থতা বলে আসলে কিছু নেই। জীবনের মূল বক্তব্য- কবর। জন্মের আজানের নামাজ আদায় হয় জানাযায়। জন্মের ঋণ শোধ হল মৃত্যুতে। এটাই সত্য। বাকি সব মিথ্যা

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...