এই
রকম কোন দৃশ্য কী
বাংলাদেশে আশা করা যায়
?
সেদিন গাড়ির জানালা দিয়ে ছোট একটি টিস্যু ফেলার অপরাধে পুলিশ আমার গাড়ি থামিয়ে দিল। অত্যন্ত বিনয়ের সাথে বলল ‘ দয়া করে শহর পরিষ্কার রাখবেন’
রাস্তার মোড়ে কিছু ট্রাফিক নজর রাখছে বয়স্কদের উপর। ধীর গতিতে হাঁটার কারণে প্রায়ই বেগ হতে হুয়।
এইসব ক্ষেত্রে ট্রাফিক ভাই নিজে এসে রাস্তা পার করে দিচ্ছেন।
শহরের ছোট এক মোড়ে ময়লা ফেলে মানুষ ছোট খাট ডাস্টবিন বানিয়ে ফেলেছে। পুলিশ কমিশনার নিজে এসে পরিষ্কার করে সেখানে কিছু ফুলের টব বসিয়ে দিলেন।
কী আশ্চর্য !! ভাতের মাড়ের ডাস্টবিন হয়ে গেল ফুলের বাগান !
......কিছুদিন আগে পত্রিকায় দেখলাম হাজার হাজার পুলিশ রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছে। আমি অনেক সময় সেই ছবির দিকে তাকিয়ে থাকলাম।
......এই হাজার হাজার পুলিশ গুলো প্রত্যেকেই কী ভাল মানুষ ? এরা কেউ মিথ্যে মামলা, ইয়াবা পাচারের সাথে জড়িত না ? সুযোগ পেলেই কী এরা রিকশা ওয়ালার পাছায় লাথি মারে না ??
টু দ্যা পয়েন্ট ইজ...
এই শহরে আগে যেসব পুলিশ ছিল এখনো তারাই আছে। নতুন পুলিশ কমিশনার নিশ্চয়ই সাধু দরবার থেকে লোক এনে জমা করেন নি...
যেসব অফিসার খারাপ ছিলেন তিনি তাদেরকে দিয়েই ভাল কাজ গুলো করিয়ে নিচ্ছেন। এটাই তার ট্রাম্প কার্ড !
...রেলের , দুর্নীতি বন্ধের জন্য সব অফিসারকে সৎ হতে হবে না... মন্ত্রী নিজে হলেই চলবে।
নৌ মন্ত্রী চাইলে একটাও অবৈধ লঞ্চ মানুষ ভর্তি করে মাঝ নদীতে ডোবার স্পর্ধা দেখাতে পারবে না...
......আপনি আমি চাইলে আমাদের কিছু আশে পাশের মানুষকে বদলাতে পারব। দেশটাকে না। আপনি বলতে পারেন , সবাই মিলে বদলে দিবেন...
আমি বলব, এইসব কথা শুনতে ভাল লাগে... সবাই কখনো এক হয় না। এদেরকে বাধ্য করতে হয়... দুষ্টদের জালিবেত দিয়ে বেত্রাঘাত করতে হয়। এইগুলা আপনি করতে পারবেন না।
.... বেশি দূর যেতে হবে না... মালেশিয়ার দিকে তাকান। একজন মাহাথির মোহাম্মদ বদলে দিল পুরো দেশ।
এই লোকটি এক সময় কুকুর ভয় পেতেন। রাস্তায় কুকুর দেখা মাত্র দাড়িয়ে পড়তেন। এই ভয় থেকে বাঁচার জন্য তিনি কুকুর দেখা মাত্র চোখ রাঙাতে শুরু করলেন।
আমরা বুঝলাম - চোখ বন্ধ করে না ; ভয়কে জয় করতে হবে চোখ রাঙিয়ে...
...... আমাদের প্রধাণ দুটি দল মাঝে মাঝে শোডাউন দেয়। পল্টনে যার লোক বেশি হবে বুঝতে হবে সেই দলের জনসমর্থন তত বেশি।
আচ্ছা... সমাবেশ গুলো কী এমন হতে পারত না...
সমাবেশের এক কোনে ছাত্র লীগের কর্মীরা রক্ত সংগ্রহ করছে। হাজার হাজার লিটার রক্ত আজ রাতে ব্লাড ব্যাংকএ পাঠানো হবে।
পাশের গেটে যুবলীগ ব্যস্ত আছে কম্বল কালেকশন নিয়ে। মালবাহী ট্রেনে করে এই সব শীতের কাপড় চলে যাবে সারা দেশে।
এদের লক্ষ লক্ষ কর্মী... চাইলেই ৪৮ ঘণ্টার ভেতরে আনাচা কানাচে প্রত্যেকটি পথশিশুর হাতে পৌঁছে যাবে এক প্যাকেট বাঁচার অধিকার।
...দেশের মানুষ টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে... কারণ পরদিন বিএনপির সমাবেশ আছে...
সারা দেশে ইউনিয়নে ইউনিউনে তাদের কর্মী কাজে লেগে গেল।
তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা এবার আওয়ামীলীগ থেকে দ্বিগুণ কাপড় কালেক্ট করবে এবং তিনগুন রক্ত পৌঁছে দিবে ব্লাড ব্যাংকের কাছে।
প্রতিযোগিতা হবেই... খারাপ কাজের বদলে ভাল কাজের প্রতিযোগিতা... রক্ত নেবার বদলে দেবার প্রতিযোগিতা...
পকেট ভর্তি করা না ; খালি করার প্রতিযোগিতা !!
সেদিন গাড়ির জানালা দিয়ে ছোট একটি টিস্যু ফেলার অপরাধে পুলিশ আমার গাড়ি থামিয়ে দিল। অত্যন্ত বিনয়ের সাথে বলল ‘ দয়া করে শহর পরিষ্কার রাখবেন’
রাস্তার মোড়ে কিছু ট্রাফিক নজর রাখছে বয়স্কদের উপর। ধীর গতিতে হাঁটার কারণে প্রায়ই বেগ হতে হুয়।
এইসব ক্ষেত্রে ট্রাফিক ভাই নিজে এসে রাস্তা পার করে দিচ্ছেন।
শহরের ছোট এক মোড়ে ময়লা ফেলে মানুষ ছোট খাট ডাস্টবিন বানিয়ে ফেলেছে। পুলিশ কমিশনার নিজে এসে পরিষ্কার করে সেখানে কিছু ফুলের টব বসিয়ে দিলেন।
কী আশ্চর্য !! ভাতের মাড়ের ডাস্টবিন হয়ে গেল ফুলের বাগান !
......কিছুদিন আগে পত্রিকায় দেখলাম হাজার হাজার পুলিশ রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছে। আমি অনেক সময় সেই ছবির দিকে তাকিয়ে থাকলাম।
......এই হাজার হাজার পুলিশ গুলো প্রত্যেকেই কী ভাল মানুষ ? এরা কেউ মিথ্যে মামলা, ইয়াবা পাচারের সাথে জড়িত না ? সুযোগ পেলেই কী এরা রিকশা ওয়ালার পাছায় লাথি মারে না ??
টু দ্যা পয়েন্ট ইজ...
এই শহরে আগে যেসব পুলিশ ছিল এখনো তারাই আছে। নতুন পুলিশ কমিশনার নিশ্চয়ই সাধু দরবার থেকে লোক এনে জমা করেন নি...
যেসব অফিসার খারাপ ছিলেন তিনি তাদেরকে দিয়েই ভাল কাজ গুলো করিয়ে নিচ্ছেন। এটাই তার ট্রাম্প কার্ড !
...রেলের , দুর্নীতি বন্ধের জন্য সব অফিসারকে সৎ হতে হবে না... মন্ত্রী নিজে হলেই চলবে।
নৌ মন্ত্রী চাইলে একটাও অবৈধ লঞ্চ মানুষ ভর্তি করে মাঝ নদীতে ডোবার স্পর্ধা দেখাতে পারবে না...
......আপনি আমি চাইলে আমাদের কিছু আশে পাশের মানুষকে বদলাতে পারব। দেশটাকে না। আপনি বলতে পারেন , সবাই মিলে বদলে দিবেন...
আমি বলব, এইসব কথা শুনতে ভাল লাগে... সবাই কখনো এক হয় না। এদেরকে বাধ্য করতে হয়... দুষ্টদের জালিবেত দিয়ে বেত্রাঘাত করতে হয়। এইগুলা আপনি করতে পারবেন না।
.... বেশি দূর যেতে হবে না... মালেশিয়ার দিকে তাকান। একজন মাহাথির মোহাম্মদ বদলে দিল পুরো দেশ।
এই লোকটি এক সময় কুকুর ভয় পেতেন। রাস্তায় কুকুর দেখা মাত্র দাড়িয়ে পড়তেন। এই ভয় থেকে বাঁচার জন্য তিনি কুকুর দেখা মাত্র চোখ রাঙাতে শুরু করলেন।
আমরা বুঝলাম - চোখ বন্ধ করে না ; ভয়কে জয় করতে হবে চোখ রাঙিয়ে...
...... আমাদের প্রধাণ দুটি দল মাঝে মাঝে শোডাউন দেয়। পল্টনে যার লোক বেশি হবে বুঝতে হবে সেই দলের জনসমর্থন তত বেশি।
আচ্ছা... সমাবেশ গুলো কী এমন হতে পারত না...
সমাবেশের এক কোনে ছাত্র লীগের কর্মীরা রক্ত সংগ্রহ করছে। হাজার হাজার লিটার রক্ত আজ রাতে ব্লাড ব্যাংকএ পাঠানো হবে।
পাশের গেটে যুবলীগ ব্যস্ত আছে কম্বল কালেকশন নিয়ে। মালবাহী ট্রেনে করে এই সব শীতের কাপড় চলে যাবে সারা দেশে।
এদের লক্ষ লক্ষ কর্মী... চাইলেই ৪৮ ঘণ্টার ভেতরে আনাচা কানাচে প্রত্যেকটি পথশিশুর হাতে পৌঁছে যাবে এক প্যাকেট বাঁচার অধিকার।
...দেশের মানুষ টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে... কারণ পরদিন বিএনপির সমাবেশ আছে...
সারা দেশে ইউনিয়নে ইউনিউনে তাদের কর্মী কাজে লেগে গেল।
তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা এবার আওয়ামীলীগ থেকে দ্বিগুণ কাপড় কালেক্ট করবে এবং তিনগুন রক্ত পৌঁছে দিবে ব্লাড ব্যাংকের কাছে।
প্রতিযোগিতা হবেই... খারাপ কাজের বদলে ভাল কাজের প্রতিযোগিতা... রক্ত নেবার বদলে দেবার প্রতিযোগিতা...
পকেট ভর্তি করা না ; খালি করার প্রতিযোগিতা !!
No comments:
Post a Comment