Wednesday 8 February 2017

একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, একদিন সম্পর্কে সুখ আসবে


একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, একদিন সম্পর্কে সুখ আসবে, এই ধরনের সান্তনা নিয়ে নিজেকে বুঝতে চলেছেন প্রতিনিয়ত? তাহলে সেই সম্পর্কের ব্যাপারে আরো একটু ভেবে দেখুন কারন একটা ভুল সম্পর্কে জড়িয়ে, এই চিন্তা করে বসে থাকলে আপনারই ক্ষতি আপনি নিজের ভুল সম্পর্ক আঁকড়ে ধরে সুখ খুঁজে বেড়াবেন, কিন্তু সুখের দেখা পাবেন না একেবারেই

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...