ঠিক একমাস পর পর আমি অপবিত্র হই
প্রাকৃতিক অপবিত্র- সৃষ্টির নিয়ম রক্ষার্থে অপবিত্র
আমায় একঘরে করে রাখা হয়-
কেড়ে নেয়া হয় পূজার অধিকার,
আমি অচ্ছুৎ হই, আমার রোজা রাখতে বারণ ।
আমার মা, পিসিমা টাইপের কেউ কানের
কাছে প্রতিনিয়ত তপ্ত বাণীর বিষ ঢেলে যায়
মন্দিরে যাসনে, ঠাকুর ধরিস নে----
অপবিত্র আমি,
ঈশ্বরঘর, তোমার পবিত্র প্রাঙ্গনে বঞ্চিত- নিষিদ্ধ
তোমার গ্রন্থ- কিতাব স্পর্শ করতে বারণ ।
আমার বাবার কাছে, আমার ছোট্ট ভাইয়ের কাছে-
আমার অন্যসব স্নেহের, শ্রদ্ধার পুরুষের কাছ থেকে
আমাকে অদৃশ্য করে রাখা হয় ।
স্বামীর অমঙ্গল চিন্তায় ওকে স্পর্শ আমার পাপ ।
লজ্জায় আমি গুটিয়ে যাই, একঘরে হয়ে থাকি
যেন সমস্ত অপরাধ আমার- স্রষ্টার কোন দায় নেই ।
সৃষ্টির দায় কাঁধে নিয়ে
আমি ঠিক একমাস পর পর অপবিত্র হই ।
প্রাকৃতিক অপবিত্র- সৃষ্টির নিয়ম রক্ষার্থে অপবিত্র
আমায় একঘরে করে রাখা হয়-
কেড়ে নেয়া হয় পূজার অধিকার,
আমি অচ্ছুৎ হই, আমার রোজা রাখতে বারণ ।
আমার মা, পিসিমা টাইপের কেউ কানের
কাছে প্রতিনিয়ত তপ্ত বাণীর বিষ ঢেলে যায়
মন্দিরে যাসনে, ঠাকুর ধরিস নে----
অপবিত্র আমি,
ঈশ্বরঘর, তোমার পবিত্র প্রাঙ্গনে বঞ্চিত- নিষিদ্ধ
তোমার গ্রন্থ- কিতাব স্পর্শ করতে বারণ ।
আমার বাবার কাছে, আমার ছোট্ট ভাইয়ের কাছে-
আমার অন্যসব স্নেহের, শ্রদ্ধার পুরুষের কাছ থেকে
আমাকে অদৃশ্য করে রাখা হয় ।
স্বামীর অমঙ্গল চিন্তায় ওকে স্পর্শ আমার পাপ ।
লজ্জায় আমি গুটিয়ে যাই, একঘরে হয়ে থাকি
যেন সমস্ত অপরাধ আমার- স্রষ্টার কোন দায় নেই ।
সৃষ্টির দায় কাঁধে নিয়ে
আমি ঠিক একমাস পর পর অপবিত্র হই ।
ভালো লাগার মত একটি লিখা
ReplyDeleteভালো লাগলো। ধন্যবাদ অপুকে।
ReplyDelete