CARE" নামে চার অক্ষরের একটা শব্দ আছে ... শব্দটার মর্ম বুঝতে পারা খুবই জরুরি ... সবার ভাগ্যে এই CARE জোটে না ... যার ভাগ্যে একবার এই CARE জুটে যায়, সে রাতারাতি মর্ম বুঝে না ... যখন সে মর্ম বুঝে, তখন বেশ দেরি হয়ে যায় !! খুব ছোট্ট একটা কাজ, খুব সাধারণ একটা উদাহরণ
... প্রতিদিন সকালে যখন কেউ সময়মত তোমার ঘুম ভাঙ্গাবে, আধো ঘুমে ঝাপসা চোখে তাকিয়ে তুমি কখনোই বুঝবা না, কতটা ভাগ্যবান তুমি ... একদিন এমন একটা সকাল আসবে, যেই সকালে অবচেতন মনে তুমি কারো কন্ঠ শুনবে ... তারপর চোখ মেলে টের পাবে, তোমার সকাল থেকে কি জানি একটা হারিয়ে গেছে ... ঐ
"কি জানি একটা" ই
CARE !! কেউ নিজ থেকে তোমার খোঁজ নিচ্ছে, তোমাকে সময় দিচ্ছে, তোমার খেয়াল রাখছে - এই জন্য কখনোই চিন্তা কোরো নাঃ
"আমি তো সারা জীবনের জন্য পেয়েই গেছি" ...!! কখনো ভেবো না, তুমি যা খুশি তাই করলেও সেই একজন নিঃস্বার্থভাবে তোমাকে সারা জীবন CARE
করে যাবে ..উহু
...এই ভুল কোরো না !! যে পাখিটা তোমার পোষ মেনে গেছে, তোমাকে ভালোবেসে ফেলেছে, সেই পাখিটাকে তুমি খাঁচার দরজা খুলে দিলে হয়তো কখনোই উড়ে চলে যাবে না ... কিন্তু অবহেলা করে পাখিটার যত্ন না নিলে সে আস্তে আস্তে মরে যাবে ... কোন একদিন সকালে তুমি আবিষ্কার করবে, সে আর কিচির মিচির আওয়াজে তোমাকে ডাকছে না ... সেদিন তুমি টের পাবে, ঐ একঘেয়ে ডাকটা, ঐ ছোট্ট মায়াভরা
CARE নামের শব্দটার অস্তিত্ব তোমার জীবনে কতটা মূল্যবান ছিলো !! চার অক্ষরের এই শব্দটা কারো কাছ থেকে পেয়ে গেলে তাকে আগলে রেখো, যতনে রেখো ... হেলায় হারাতে দিও না ... হারিয়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেলো শক্ত করে !! তাকে বেঁধে ফেলো মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে ... এমনভাবে বেঁধে ফেলো, যেই বাঁধনটা সে চাইলেই খুলতে পারবে ... কিন্তু কখনোই খুলতে চাইবে না !!
No comments:
Post a Comment