Wednesday 8 February 2017

আপনার কাছের মানুষটির সাথে একটি ছবি তুলুন।



আপনার কাছের মানুষটির সাথে একটি ছবি তুলুন এবার ছবিটির দিকে তাকিয়ে থাকুন আপনে কাকে বেশি প্রাধান্য দিচ্ছেন?
নিজেকে? নাকি কাছের মানুষটিকে?
নীল বাতি জ্বালানো বিমানের মত যখন আকাশের তারা খসে পড়ে ; তখন নাকি মনে মনে কিছু বায়না করলে সেটা পাওয়া যায়! এই সব গল্পের মজার ব্যাপার কী জানেন?
গল্প গুলো আমরা বিশ্বাস করি না কিন্তু যখনি একটা তারা খসে পড়তে দেখি শরীরের সমস্ত শক্তি দিয়ে কি যেন বিড় বিড় করি...
কি চাওয়া হয় তখন?
ফখরুদ্দিন বিরিয়ানি নিশ্চয়ই না পরীক্ষায় ভাল ফলাফল? নতুন আই ফোন?
.....কেন এই সব মুহূর্তে একটা অচেনা মানুষের কথাই মনে পড়ে? বেকার যুবক আকাশের দিকে তাকিয়ে চাকরীর সন্ধান করে না
পাওনাদার ধারের টাকা আশা করে না; সবাই কেন রূপকথার গল্পের মত রূপকথা হয়ে যায় ?
ঘুষখোর পুলিশ অফিসার রুমাল বের করে চোখ মুছে কেন! কাপুরুষ ছেলেটা বীর পুরুষ হয়ে যায়...
ফিজিক্সের স্টুডেন্ট হঠাৎ হঠাত কবিতা লিখতে শুরু করে দেয়... যুদ্ধ ক্ষেত্রে মিলিটারি মোবাইল বের করে এসএমএস লিখে ' মিস করছি অনেক...'
এমন হয় কেন?
.....সদ্য গজানো গোঁফের রেখা নিয়ে নতুন নতুন প্রেমে পড়ার জগত! কী আশ্চর্য অনুভূতি! কাউকে পেয়ে অথবা না পেয়ে এত আনন্দ হয় কেন!
ইলেক্ট্রিসিটি চলে গেলে রেকর্ড প্লেয়ারে অঞ্জনদা ছেড়ে দিলেই মরে যেতে ইচ্ছে করে! কি আশ্চর্য! মরে যেতে এত ভাল লাগে কেন!

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...