Wednesday 8 February 2017

তুই খাবি না? এই গম তোর বাপ খাবে



তুই খাবি না? এই গম তোর বাপ খাবে
===========================
ওদের কথায় কান দিবি না, ওদের কথা সইত্য না
মন্ত্রী কোনো ফালতু কিংবা মিথ্যেবাদী দৈত্য না।
গম কিনেছি বিদেশ থেকে, বিদেশীরা খায় এটা
সৌভাগ্যের কপাল রে তোর নইলে 'জন পায় এটা!
কী বললি? তুই খাবি না? এই গম তোর বাপ খাবে।
(নইলে বাজেট ব্যর্থ হবে, অর্থনীতি চাপ খাবে!)
অর্থনীতির তুই কী বুঝিস? তোর প্রয়োজন 'কাবিখা'
কাজের বিনিময়ে খাদ্য যেটুক পাবি খাবি খা
রোজায় হালিম খাবি বলেই গম করেছি আমদানী
ডলার দিয়ে কেনাকাটায় আমরা বেজায় সাবধানী।
মাগনা পাইনি, বেশিও দিইনি, মুল্যটা খুব সাশ্রয়ী
আমি তো নই সবার মতোন ছল-চাতুরির আশ্রয়ী।
সাম্বাদিকরা মিথ্যা লেখে। বানায় কল্পকাহিনি
দাবড়ানিটাই প্রাপ্য ছিলো কিন্তু দিতে চাহিনি
ফুটবলে তো ব্রাজিল ছাড়া কাউকে গোনায় ধরিস না
(সেই) ব্রাজিল থেকেই গম এনেছি তাও পছন্দ করিস না!!
কী মুশকিল! ক্যাম্নে বোঝাই গম মোটেই ফ্যালনা না
'আমদানী-রফতানী' নীতি ছেলের হাতের খেলনা না।
দেখতে না হয় একটু ইয়ে কিন্তু বেজায় স্বাদ আছে!
জানিস তো তুই এই যে সোনার গয়না তাতেও খাদ আছে!!
(দেখতে খারাপ বলেই কি তুই খিচুরিটাও খাবি না?!!)
পুষ্টিগুণে এমন সরস গম কোথাও পাবি না।
তাই বলি শোন পাকনামি ছাড় কর গমের বন্দনা
আবার হাসে!! হারামজাদা সাহস তো তোর মন্দ না!!

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...