Wednesday 8 February 2017

এই শীতে যে মানুষটা সারা রাত ফোনে কথা বলে এক ধরনের ফ্যান্টাসীতে চলে গেছে..


এই শীতে যে মানুষটা সারা রাত ফোনে কথা বলে এক ধরনের ফ্যান্টাসীতে চলে গেছে..
আগামী শীতেই সে মানুষটা ফোন ওয়েটিং পেয়ে হাত কেটে ফেলবে...
কেউ তোমাকে ঠকাতে চাইলে তুমি যাই করো না কেন ;সে তোমাকে ঠকাবেই এখন ব্যাপারটা তোমার হাতে
বিশ্বাস করে ঠকতে চাও নাকি অবিশ্বাস করে???
..... বছর যত মানুষ ধানমন্ডি লেকে সিমেন্টের চেয়ারে বসে প্রেম করছে... রেস্তোরাঁয় বসে চুমো খাচ্ছে... দু দিন দেখা না হবার কারণে যে বাবুটা হেড ফোন লাগিয়ে ডেনভার শুনছে...
সেই মানুষ গুলোই পরের বছর সিমেন্টের চেয়ারে বসে ; একি কথা বলবে অন্য কাউকে নিয়ে... সুপারি গাছের পাতার ফাঁক দিয়ে আঙুল বাকিয়ে যেভাবে তোমাকে তারা গুনে দিত...
ঠিক সেই কাজটিই করবে অন্য কারো সাথে যে গানটা শুনিয়ে তোমাকে কাঁদিয়ে দিত ; সেই গানটাই হাতিয়ার হিসেবে সে বার বার ব্যাবহার করবে
আগামীকাল সে অবশ্যই তোমার হাত টা ছেড়ে দিবে অবশ্যই বলছি কারণ পরিসংখ্যান বলছে শতকরা ৮২ ভাগ ক্ষেত্রে এমনটাই হয়
মৃত মানুষকে ভুলে যেতে আমাদের যত সময় লাগে তার চেয়ে অনেক বেশি সময় লাগে জীবিত মানুষকে ভুলে যেতে...
মৃত্যু মানুষকে বিনাশ করে দেয়... আশা এবং অপেক্ষা থাকে না... শুধু আক্ষেপ থাকে...
যে মানুষ গুলো হারিয়ে যায় তাদের ভোলা যায় নাপৃথিবীতে কোন মানুষই আসলে হারায় না... কোথাও না কোথাও ঠিকই তো আছে...
শুধু এক সময় আর খুঁজে পাওয়া যায় না !!

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...