Wednesday 8 February 2017

পহেলা বৈশাখের বাঙ্গালী



জানুয়ারী, ফেব্রুয়ারী আর মার্চ এপ্রিল হিসেব করে বেতন পাই, জানুয়ারী-জুন আর জুলাই-ডিসেম্বর হিসেব করে ব্যাবসা করি, বর্ষ শুরু করি জানুয়ারীর ক্লাস ধরে, চিকেন ফ্রাই প্রিয় খাবার, কোট, প্যান্ট, টাই ছাড়া পার্টি করিনা বিদেশী টাইলস আর বাথরুম ফিটিংস ছাড়া কিছু দেখিনা! অসুস্থ হলেই যাই সিঙ্গাপুর চিকিৎসা নিতে পথে ঘাটে সব কোটি টাকার বিদেশী গাড়ি, আহ! পান্তা খেতে ইজ্জত যাবে তাই ইলিশের দাম চড়িয়ে তাকে দামি খাবার বানাই! এত কিছু ডিঙ্গিয়ে বর্ষবরণ করে একদিনের বাঙ্গালী হতে আমার লজ্জা করে! যেন শুধু সময়টার কাধে একটা বাংলা ক্যালেন্ডার জোর করে ঝুলিয়ে রাখার মত আমাকে সবাই নব বর্ষের শুভেচ্ছায় সিক্ত কর, আমি জেন এক মূমূষ বাঙ্গালী আমি বাংলা দিনপঞ্জিকায় অর্থ বছরের কর্মকাণ্ড প্রবর্তন করার দাবি জানাই নববর্ষের শুভেচ্ছা জানাই!

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...