Wednesday, 8 February 2017

যারা টিভিতে সংবাদ পাঠ করবে তাদেরকে অবশ্যই ফর্সা হতে হবে।





যারা টিভিতে সংবাদ পাঠ করবে তাদেরকে অবশ্যই ফর্সা হতে হবেআজ পর্যন্ত কোন কালো নারীকে আমি সংবাদ পাঠ করতে দেখিনি
নারী দিবসে টিভি গুলোতে সারাদিন নারীর অধিকার নিয়ে খবর প্রচার করে; অথচ তারা নিজেরাই এই বৈষম্য সৃষ্টি করে
যে অনুষ্ঠানে নারীদের এগিয়ে আসা নিয়ে আলোচনা হয় সেই অনুষ্ঠানের উপস্থাপক ( দু একজন ছাড়া ) কখনো কালো নারী হয় না
কেন জানি কালো মেয়েদের ভেতরে এরা কখনো কোন যোগ্যতাই খুঁজে পায় না
অনেক প্রগতিশীল নতুন প্রজন্ম নিয়ে নতুন ভাবে চিন্তা করা শুরু করেছেআমি মন্ত্র মুগ্ধ হয়ে তাদের কাজ কর্ম দেখতে লাগলাম
বিভিন্ন বিজ্ঞাপনে আমরা দেখতে পাই এই প্রজন্মের সুন্দর সুন্দর ছেলে মেয়েরা কীভাবে দেশ বদলে ফেলছে...
কেন নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করবে শুধু কিছু শহরের ছেলে মেয়েরা? সুনামজঙ্গে জন্ম নেয়া আঞ্চলিক সুরে কথা বলা তরুণেরা কোন প্রজন্মের? লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মীরা?
বদলে যাও বাংলাদেশ এর সব স্লোগান সব বিজ্ঞাপন কেন শুধু আধুনিক কিছু সুদর্শন তরুণ তরুণীকেই দেখা যায়? লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্ররা কোন প্রজন্মের? এদের নিয়ে প্রগতিশীলদের চিন্তা ভাবনা কী?
কথা বলছিলাম কালো নারী নিয়েকালো কোন রঙ না; কালো একটা অভিশাপপঙ্গু হয়ে কেউ জন্ম নিলে সে হাঁটতে পারে না আর কালো হয়ে কেউ জন্ম নিলে সে হাসতে পারে নাকী বিচিত্র নিয়ম কানুন
আমাদের সবার মায়েরা কী ফর্সা?
তাদের কী কখনো আপনার অসুন্দর মনে হয়েছে? ব্যাপারটা দৃষ্টিভঙ্গীর
পৃথিবীর অনেক দেশ আছে যেখানে কালো মেয়েকেই অধিক সুন্দর মনে করা হয় আবার অনেক দেশে ফর্সা মেয়েকেএটা পরিবেশ...ইতিহাস... দ্বারা প্রভাবিত
এই উপমহাদেশে কেন ফর্সা মেয়ের এত কদর? ভারতীয় উপমহাদেশের প্রাচীন অধিবাসীরা ছিল কালোপরবর্তীতে আর্যরা এলতারা ছিল ফর্সা
সেই সময়ই আর্যরা অন্যদের নিচু মনে করতআমার ধারণা শত শত বছরের মানসিক ছাপ এখনো আমরা বয়ে বেড়াচ্ছি
সাত হাজার বছর আগেও ইউরোপে কোনো সাদা মানুষ ছিল নাতাহলে কী সেই সময় এই গ্রহে কোন সুন্দর মানুষ ছিল না?
কালো মেঘ দেখলে অনেকের ভাল লাগেকালো কাজল ভাল লাগেচোখ ভাল লাগেশুধু কালো মানুষ দেখলেই বলে উঠে ' অসুন্দর'
...সৌন্দর্য কালো অথবা সাদার উপরে নির্ভর করে নাকালো অথবা সাদা একটি রঙ ছাড়া আর কিছু নারঙ কথা বলতে পারে নাগান গাইতে পারে না
রঙ নেহাত কিছু কেমিস্ট্রির খেলা
আর যাই হোক - কেমিস্ট্রি কোন সৌন্দর্যের ব্যাখ্যা হতে পারে না

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...