বইটা শেষ হল ভোর চারটায়। আমি বেশ কিছুক্ষণ শেষ পৃষ্ঠায় চোখ মেলে তাকিয়ে থেকেছি। একটা সিগারেট পুড়িয়েছি। বারান্দার দরজা খুলে একটা ভ্যান গাড়ি দেখেছি। ভ্যান গাড়ির ওপরে ময়লা জীবন দেখেছি। তারপর আবার বইটা পড়তে শুরু করলাম, একদম প্রথম থেকে। শেষ হলো সকাল ৭ টায়। একবার মনে হল আমার কান্না পাচ্ছে। বালিশের নিচে হাত দিয়ে বিড়বিড় করছি...মেয়েটার জানাজা হয়নি। পতিতাদের জানাজায় কেউ আসতে চায় না। পাপ হবে। তবে পতিতাদের কাছে যাওয়া যাবে। এদের নগ্ন শরীরে পাপ নেই............
Wednesday, 8 February 2017
পতিতাদের কাছে যাওয়া যাবে। এদের নগ্ন শরীরে পাপ নেই............
বইটা শেষ হল ভোর চারটায়। আমি বেশ কিছুক্ষণ শেষ পৃষ্ঠায় চোখ মেলে তাকিয়ে থেকেছি। একটা সিগারেট পুড়িয়েছি। বারান্দার দরজা খুলে একটা ভ্যান গাড়ি দেখেছি। ভ্যান গাড়ির ওপরে ময়লা জীবন দেখেছি। তারপর আবার বইটা পড়তে শুরু করলাম, একদম প্রথম থেকে। শেষ হলো সকাল ৭ টায়। একবার মনে হল আমার কান্না পাচ্ছে। বালিশের নিচে হাত দিয়ে বিড়বিড় করছি...মেয়েটার জানাজা হয়নি। পতিতাদের জানাজায় কেউ আসতে চায় না। পাপ হবে। তবে পতিতাদের কাছে যাওয়া যাবে। এদের নগ্ন শরীরে পাপ নেই............
Subscribe to:
Post Comments (Atom)
অভিশপ্ত রজনী
মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...
-
একবার সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি একটি স্টেশনারী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, 'ডায়মন্ড বল পেন আছে?' সেলসম্যান মুখের উপ...
-
জন্মদিনে কেকের উপর মোমবাতি জ্বালানো একটি পুরোনো রীতি , যেটা শুরু হয়েছিল অনেক বছর আগে প্রাচীন গ্রীকে। তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ,...
No comments:
Post a Comment