Thursday 16 February 2017

খূব কাছের বন্ধুরা যখন ভূল বুঝে কষ্ট দেয় তখন খূব কষ্ট পাই



খূব কাছের বন্ধুরা যখন ভূল বুঝে কষ্ট দেয় তখন খূব কষ্ট পাই, এই কষ্ট গুলোকে ভালোবাসায় রূপান্তর করবার বৃথা চেষ্টা করি মাঝে মাঝেই কিন্তু তোরা আজও বূঝলিনা তোদের কতো ভালোবাসি। হয়তো তোদের চেয়েও বেশি জানিনা আমি চলে গেলে তোরা আমার জানাজাতে আসবি নাকি, আসল কথা কি জানিস আমি চাইও না তোরা আসবি । তোরা থাক যেমন তোরা থাকতে চেয়েছিলি, শুধু আমার পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে দিস ।

1 comment:

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...