Wednesday, 8 February 2017

তুমি হয়ত একদিন কারো জন্য মরে যেতে চেয়েছিলে



তুমি হয়ত একদিন কারো জন্য মরে যেতে চেয়েছিলে ; এখন মনে হচ্ছে তাকে না পেয়ে বেঁচেই গেলে তুমি হয়ত নানান ক্যালকুলেশন করে তাকে ছেড়ে চলে গেলে যার কাছে গিয়েছিলে সেও হয় অনেক রকমের ক্যালকুলেশন করে তোমাকে ছেড়ে গেছে
লাইফে অনেক শিলা বৃষ্টি হল তুফান হল টর্নেডো হল একসময়ের প্রিন্সেস কে একদিন মনে হল মাগী কলেজে লাইফের হাওয়াই মিঠাই কিনে দেয়া মানুষটাকে দেখা গেল আঁতলামি করে বেড়াচ্ছে না, এই মানুষটা তোমার সাথে একদমই যায় না
লাইফে অনেক ঘূর্ণিঝড় হয়ে গেল দশ মাত্রার ঝড় মনের আবহাওয়া অফিস কখনো ঝড়ের পূর্বাভাস দেয় না শুধু ঝড় থেমে গেলে একটু ভাবলেশহীন ভাবে তাকাবে এই আই কন্টাক্ট সবাই বুঝতে পারে না যারা পারে তারা শেষ হওয়া মানুষটাকে আবার নতুন করে স্বপ্ন দেখায় তাদের শোনায় হাওয়াই মিঠাইয়ের গল্প
এভাবেই অনেক প্রেম শেষ হয় শেষ হওয়া থেকে আবার শুরু হয় ট্র্যাজেডির পর ট্র্যাজেডি ট্র্যাজেডির কথা ভাবলে গা শিওরে উঠে... ভাবলে চোখে মুখে পানি চলে আসে ভাবলে অভিমান হয় আনন্দ হয় গালে হাসি হয় সময়ের ব্যবধানে ইমোশন বদলে যায়
তুমি হয়ত একদিন কারো জন্য মরে যেতে চেয়েছিলে ; এখন মনে হচ্ছে তাকে না পেয়ে বেঁচেই গেলে
তবু...
কেউ কারো জায়গা নিতে পারে না একজনের শূন্যস্থান কখনো অন্যজন পূরণ করতে পারে না শূন্যস্থানের নিচে যেমন দাগ( ------) থাকে ; অন্তরেও থাকে

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...