পোড়া এই দেশে জন্মদিন ই বা কী
আর মৃত্যু দিন ই বা কী?
তুমিই তো বলেছিলে, তাইনা??
তাইতো সবসময় ছিলে
জন্মদিন -উৎসবের আড়ম্বর
থেকে বহু বহু দূরে।।
পোড়া দেশটাকে সোনালি করার
স্বপ্ন একেই ক্ষান্ত হওনি তুমি,
বুকে দিয়েছো খোদাই করা ইতিহাস
হাতে দিয়েছো লাল-সবুজ পতাকা
চোখে দিয়েছো স্নিগ্ধ স্বর্নালী ভোর।।
সোনালি এই দেশ এখন বোঝে
তোমার জন্মদিনের মহিমা!
পোড়া এই দেশ আরো বেশি বোঝে
তোমার মৃত্যুদিনের মহিমা!!
No comments:
Post a Comment