Wednesday 8 February 2017

বঙ্গবন্ধুর জম্নদিন ও মৃত্যুদিন



পোড়া এই দেশে জন্মদিন বা কী
আর মৃত্যু দিন বা কী?
তুমিই তো বলেছিলে, তাইনা??
তাইতো সবসময় ছিলে
জন্মদিন -উৎসবের আড়ম্বর
থেকে বহু বহু দূরে।
পোড়া দেশটাকে সোনালি করার
স্বপ্ন একেই ক্ষান্ত হওনি তুমি,
বুকে দিয়েছো খোদাই করা ইতিহাস
হাতে দিয়েছো লাল-সবুজ পতাকা
চোখে দিয়েছো স্নিগ্ধ স্বর্নালী ভোর।
সোনালি এই দেশ এখন বোঝে
তোমার জন্মদিনের মহিমা!
পোড়া এই দেশ আরো বেশি বোঝে
তোমার মৃত্যুদিনের মহিমা!!

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...