Wednesday 8 February 2017

যে মানুষটাকে দুজন মিলে একাকার প্রমাণ করতে ফেইসবুকের পাসওয়ার্ড দেয়া হয়;



যে মানুষটাকে দুজন মিলে একাকার প্রমাণ করতে ফেইসবুকের পাসওয়ার্ড দেয়া হয়; সেই মানুষটার জন্যই একদিন পাসওয়ার্ড বদলাতে হয় অতি উৎসাহী কেউ কেউ একাউন্ট সহ বদলে ফেলে
যে মানুষটাকে ফেইসবুকে আদর করে 'ইন রিলেশনশিপ' রাখা হয় ; সেই মানুষটার পরিণতি হয় একদম ব্লক লিস্ট নরকে
ব্লক লিস্টে থাকলে একটা মজার ব্যাপার হয় তার কোন আপডেট থাকবে না শুধু অনেক আগের কোন ছবিতে হঠাৎ তার এককালের কমেন্টটা লেপটে থাকবে... ইতিহাসের দলিল হয়ে সেই কমেন্টে ভাল করে তাকালে তার সদ্য নতুন প্রোফাইল পিকচার দেখা যায়...
এত কিছু পরেও আবার একটু দেখতে ইচ্ছে করে !
যে নাম্বারটা বিশেষ ভাবে সুপার এফএনএফ করা হয় সেই নাম্বারটার পরিণতি হয় ব্লক আর যেসব নাম্বার কখনো এফএনএফ এর কোন লিস্টে জায়গা পায় না এরা সব সময় একই পজিশনে থাকে বেশি কাছে আসা মানুষ গুলোকেই বেশি দূরে যেতে হয়
কাছে আসার অপরাধে
এই পৃথিবীতে মানুষকে হত্যা করার অপরাধে যত মানুষ শাস্তি পেয়েছে তার চেয়ে বেশি পেয়েছে মানুষকে ভালোবাসার অপরাধে

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...