Wednesday, 8 February 2017

লিটনের ফ্লাট ২



মাঝ বেঞ্চে বসে থাকা মেয়েটি হোয়াইট বোর্ডের পাশে দাঁড়িয়ে
থাকা মানুষটির লেকচার শুনতে ভালবাসে তার চোখের চশমার উপর
দিয়ে তাকিয়ে থাকতে পছন্দ করে
কিন্তু মেয়েটি নিজে জানে লেকচার দেয়া মানুষটি তাকে
ভালবাসে না সে ভালবাসে অন্য কাউকে তবুও মেয়েটি তাকেই
ভালবাসে
ভালবাসার কারন তার কাছে সম্পূর্ন আলাদা তার কাছে
ভালবাসার সংজ্ঞা টা ভিন্ন ভালবাসার সংজ্ঞাটা তার কাছেঃ
অপেক্ষা
মেয়েটি ভালবাসার মানুষের ঠোঁটের কোনে এক চিলতে হাসি
কিম্বা গায়ে দেয়া নীল শার্ট এটাতেই তার ভালবাসা সীমা বদ্ধ
কাছে পাওয়া কিম্বা লিটনের ফ্লাটে যাওয়া তার কোন ইচ্ছা নেই
কিছু ভালবাসা এভাবেই থাকে যায় কারো মনের চিলে কোঠায়
{লিটনের ফ্লাট নিয়ে আগে (১৯ মে তারিখে) একটা লিখা দেওয়া ছিলো, তার পরবর্তী অংশ হিসেবে নিতে পারেন}

No comments:

Post a Comment

অভিশপ্ত রজনী

  মৃত মেয়েটিকে ধর্ষণ করার সময় মেয়েটি যে জীবিত হয়ে ওঠে সেটা খেয়াল করেনি নেশাগ্রস্ত অবস্থায় কাব্য।ধবধবে সাদা চামড়ার মেয়েটিকে ভোগ করার...